ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছয় সিএনজি-ফিলিং স্টেশনকে দশ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ছয় সিএনজি-ফিলিং স্টেশনকে দশ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

ঢাকা: বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর ছয়টি সিএনজি ও ফিলিং স্টেশনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

এগুলো হলো- সিএম সার্ভিসিং স্টেশন এন্ড সুপার প্লাস সিএনজি ফিলিং স্টেশন-২, তশোফা ফিলিং স্টেশন, মেসার্স সোহাগ ফিলিং এন্ড সার্ভিসিং সেন্টার, মেসার্স ইসা গার্ডেন প্রা.লি, এসআর এন্টারপ্রাইজ ও স্বাধীন বাংলা ফিলিং এন্ড সার্ভিসিং সেন্টার।



সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর মহাখালীর শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ এলাকায় র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

এ সময় ভেজাল জ্বালানি বিক্রির দায়ে ছয় ফিলিং স্টেশনের মোট ৯ জনকে আটক করা হয় বলেও জানান তিনি।

এরা হলেন-  মো. রাসেল (৪১), মো. মাসুদ রানা (৩০), মো. মাহবুবুর রহমান (৬৫), অসীদ বণিক (৫০), মো. শাহীন (৪৫), মো. সালেহ আহমেদ (৪৬), রাজীব ঘোষ (২৫), মো. বাদশা (২৫) এবং তাপস চন্দ্র বিশ্বাস (৪০)।

র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, এই ফিলিং স্টেশনগুলো সঠিক পরিমাণে জ্বালানি তেল দেয় না। স্টেশনগুলোতে অকটেনের মধ্যে কেরোসিন, পোড়া মবিল, ডিজেল ইত্যাদি মিশিয়ে বিক্রি করা হচ্ছে।   সিএনজি মিটারে কারসাজির মাধ্যমে অবৈধভাবে গ্যাস কম দেয়া হচ্ছে। এসব অভিযোগে ছয় ফিলিং স্টেশনের মোট ৯ জনকে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা এই অপরাধ করে আসছিলেন।

তিনি জানান, তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারা; দি স্টান্ডার্ডস অফ ওয়েটস্ এন্ড মেজার্স এ্যাক্ট ২০০১ এর ৪৫ ধারা এবং বাংলাদেশ গ্যাস আইন-২০১০ এর ১০(১)(খ)/১০(২)(গ) ধারা মোতাবেক তাদেরকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরো উপস্থিত ছিলেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লি. এর পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার এ আই এম নুরুল্লাহ এবং বিএসটিআই’র সহকারী পরিচালক মোনাফ হোসাইন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।