ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাড়ে ১১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সাড়ে ১১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন

জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় ১৮ লাখ, এদের মধ্যে ১১ দশমিক ৫০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
সোমবার ( ০৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলের (সংরক্ষিত-২৩) সংসদ সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।


 
অর্থমন্ত্রী বলেন, কর বিমুখ সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে করের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। আয়করদাতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ ও বহিরাঙ্গন জরিপের ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়কর নেট বৃদ্ধির জন্য আয়কর বিভাগের সম্প্রসারণ হয়েছে। উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৮৫টি আয়কর অফিস স্থাপন করা হয়েছে।
 
করদাতাদের উৎসাহিত করতে জেলা পর্যায়ে সর্বোচ্চ করদাতাদের পুরস্কৃত ও ট্যাক্সকার্ড দেওয়া হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, করদাতাদের অধিক সেবা দিতে দেশের সব বিভাগীয় শহরসহ মোট ৯টি করদাতা তথ্য সেবা কেন্দ্র চালু হয়েছে। এছাড়া কর পরিশোধ বিমুখ অথবা কর ফাঁকি হ্রাসকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডে লিগ্যাল ও এনফোর্সমেন্ট বিভাগ চালু করা হয়েছে। প্রতিটি বিভাগে একটি করে কর ফাঁকি ও গোয়েন্দা সেল গঠন করা হয়েছে।
 
আব্দুল মতিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করদাতার সংখ্যা বাড়াতে আমরা কর মেলার আয়োজন করে থাকি।
 
সংরক্ষিত-৬ আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিনা সুধে ঋণ দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।
 
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।