ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুতে ভারত-জাপানের যোগান ১৬৬৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
পদ্মা সেতুতে ভারত-জাপানের যোগান ১৬৬৫ কোটি টাকা

জাতীয় সংসদ ভবন থেকে: পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী, বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল ছাড়াও ১ হাজার ৬৬৫ কোটি টাকা যোগান দিচ্ছে জাপান ও ভারত।
 
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য জানিয়েছেন।


 
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী, মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। যার মধ্যে ২৭ হাজার ১২৮ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে।
 
অবশিষ্ট অর্থের মধ্যে জাপানের ঋণ মওকুফ তহবিল (জেডিসিএফ) তিনশ’ কোটি টাকা ও ভারত সরকার অনুদান হিসেবে ১ হাজার ৩৬৫ কোটি টাকা যোগান দিচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

পদ্মা সেতুর দুর্নীতি প্রমাণে ব্যর্থ হয়েছে বিশ্বব্যাংক
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

মুহিত বলেন, সম্ভবত কিছু স্বার্থান্বেষী মহলের ইন্ধনে বিশ্ব ব্যাংকের তৎকালীন কতিপয় কর্মকর্তা পদ্মা সেতুর বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন। তবে অদ্যাবধি বিশ্বব্যাংক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬/আপডেট: ২০৪৮ ঘণ্টা
এসএম/আরএম

** ‘পাকিস্তান দুর্বৃত্তের দেশ’
** জঙ্গি অর্থায়নে সম্পৃক্ত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশের সুযোগ নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।