ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় জিরানী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের (আনুমানিক ৭০) মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী জানান, জিরানী বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জিরানী বাজারে কোরিয়া মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত বৃদ্ধের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।