ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে প্রবীণ অধিকার সুরক্ষায় প্রচারাভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ঘিওরে প্রবীণ অধিকার সুরক্ষায় প্রচারাভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: প্রবীণ অধিকার সুরক্ষায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা ও হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের র সার্বিক সহযোগিতায় বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টার প্রবীণদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।



অনুষ্ঠানে উপজেলার পয়লা ও নালী ইউনিয়নের ৭টি দল তাদের নিজ এলাকার প্রবীণদের জীবনবোধ, পরিবারে তাদের অবদান, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, প্রবীণ নীতিমালা ও বাবা-মায়ের ভরণ-পোষণ আইন বিষয়ক সচেতনতা বার্তাসহ বিচ্ছেদী ও বাউল গান পরিবেশন করেন।

প্রবীণ অধিকার সুরক্ষায় ঘিওর উপজেলা ওয়ার্কিং কমিটির সভাপতি অজয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আইরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।