ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হলমার্ক জালিয়াতি

৮ প্রতিষ্ঠানের ১৩ জনকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
৮ প্রতিষ্ঠানের ১৩ জনকে দুদকে তলব

ঢাকা: হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে আট প্রতিষ্ঠানের ১৩ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলী তলবি নোটিশ পাঠান।



দুদকের দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানায়, সংশ্লিষ্টদের ঠিকানায় নোটিশ পাঠিয়ে তাদের আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে ৭ জনকে। এরা হলেন-মাস টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রিজ ও কটন করপোরেশনের দুই ব্যবসায়িক অংশীদার মো. শহিদুল ইসলাম ও সাব্বির আহমেদ, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুবুল হক ভূঁইয়া, সমতা টেক্সটাইল অ্যান্ড স্পিনিংয়ের ব্যবসায়িক অংশীদার মো. লুটের রহমান ও হেলাল উদ্দিন, একই প্রতিষ্ঠানের এমডি মো. সেলিম মোর্শেদ এবং তানিয়া এন্টারপ্রাইজের মালিক একেএম মারুফ রেজা।

১৫ ফেব্রুয়ারি হাজির থাকতে বলা হয়েছে‍‍‍- সাধাপুর টেক্সটাইল মিলসের মালিক রুহী দাস চক্রবর্তী ও একই প্রতিষ্ঠানের আমমোক্তার নারায়ণ দাস, মেসার্স গোমতী এন্টারপ্রাইজের মালিক এস এম জসীম উদ্দিন মাহমুদ, অপসোনিন টেক্সটাইলের মালিক গিয়াস উদ্দিন মুহাম্মদ, রোটর স্পিনিং মিলসের মালিক সাইফুল আলম খান এবং একে কটন ইয়ার্ন ট্রেডিং জোনের মালিক মো. আখতারুজ্জামান খানকে।

ভুয়া কাগজপত্র তৈরি করে হলমার্ককে মালামাল সরবরাহের নামে নন-ফান্ডেড দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে দীর্ঘ দুই বছর পর শুরু করে দুদক। সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে এ টাকা আত্মসাৎ করে হলমার্ক।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।