ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে অজ্ঞান পার্টির খপ্পরে বিদেশগামী ২ যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
শাহবাগে অজ্ঞান পার্টির খপ্পরে বিদেশগামী ২ যুবক

ঢাকা: রাজধানীর শাহবাগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন বিদেশগামী দুই যুবক।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন তাদের আত্মীয় বাবুল হোসেন।



খপ্পরে পড়া দুই যুবক হলেন- মো. মোশারফ হোসেন (২২) ও মো. রাশেদ (২২)। তাদের দু’জনের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ  উপজেলার আউলিয়া গ্রামে।

ভুক্তভোগীদের আত্মীয় বাবুল হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকালে তারা দু’জন মালয়েশিয়া যাওয়ার জন্য হাতিরপুলে অবস্থিত একটি এজেন্সির কাছে যাচ্ছিলেন। রাজধানীর গাবতলী থেকে হাতিরপুলে যাওয়ার জন্য ৭ নম্বর বাসে ওঠেন। বাসে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছ থেকে সবকিছু নিয়ে যায়। পরে তাদের অচেতন অবস্থায় শাহবাগ মোড়ে নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই।

কিভাবে তারা অচেতন হলেন তারা জানাতে পারেননি বলেও জানান বাবুল।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, বর্তমানে তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এজেডএস/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।