ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ইটভাটা মালিকদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
চুয়াডাঙ্গায় ইটভাটা মালিকদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: সন্ত্রাসীদের চাঁদাবাজি ও হামলা বন্ধসহ নিরাপত্তার দাবিতে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন করেছে জেলা ইটভাটা মালিক সমিতি।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।


 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলু।

তিনি অভিযোগ করেন, বিগত কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা জেলায় গজিয়ে ওঠা অধিকাংশ গ্যাংগ্রুপের অব্যাহত চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই রাতের আঁধারে ইটভাটায় হামলা করা হয়।

সন্ত্রাসীদের বোমা হামলায় দুইজন ভাটা শ্রমিক নিহত, একজন গুম ও আরো ২০ জন আহত হয়েছেন। কিন্তু  পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চুয়াডাঙ্গা জিগজাগ ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ও ইটভাটা মালিক সমিতির সভাপতি বজলুর রহমান।

সংবাদ সম্মেলন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরবার স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।