ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুণ্ডুতে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
হরিণাকুণ্ডুতে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বাল্যবিয়ে করার অপরাধে বর মতিউর রহমানকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা পারভীন এ আদেশ দেন।



মতিউর রহমানের বাড়ি চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামের চান মিয়ার ছেলে। কনে শ্রাবন্তী খাতুনের (১৪) সাধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

ইউএনও মুনিরা পারভনি বাংলানিউজকে জানান, দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের গদরা পাড়া গ্রামের আবদুল হান্নানের মেয়ে শ্রাবন্তী খাতুনের সঙ্গে মতিউরের বিয়ে হয়। স্থানীয় সূত্রে বাল্য বিয়ের খবর পেয়ে সেখান থেকে বরকে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।