ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিটি কর্পোরেশনে দুর্নীতি রোধে তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সিটি কর্পোরেশনে দুর্নীতি রোধে তদন্ত কমিটি

জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োজিত অদক্ষ ও দুর্নীতি পরায়ণ কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
 
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মানিকগঞ্জ-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী।


 
বেগম ফজিলাতুন নেসা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা বাবদ ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২শ’ ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ১১টি সিটি করপোরেশনে এ পর্যন্ত ১শ’ ৬৩ কোটি দশমিক ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
 
সরকার দলীয় অপর সদস্য হাবিবুর রহমান মোল্লার অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের তথা যাত্রাবাড়ী মোড় থেকে জয়কালী মন্দির পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা এবং ফুটপাতের উন্নয়ন কাজ গত ২৬ জানুয়ারি ২০১৬ তারিখ থেকে শুরু হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএম/এমজেএফ/

** জ্বালানি তেলের দাম কমানোর সুপারিশ
** পুলিশের কার্যক্রমে এমপি ওমরের ক্ষোভ
** সংসদ সচিবালয়ের উদ্যোগে সরস্বতী পূজা
** এক দিনেই জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন!
** ইউপি-তে হিসাব সহকারী পদে লোক নিয়োগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।