ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুই বাসের মাঝে পড়ে কনস্টেবলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
দুই বাসের মাঝে পড়ে কনস্টেবলের মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলিস্তান পানির ফোয়ারার সামনের সড়কে দুই বাসের চাপায় এম জোলাস (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



ঘটনার প্রত্যক্ষদর্শী রাজারবাগ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল পৌনে ৮ টায় গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়েন জোলাস। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দ‍ুর্ঘটনার সংবাদ পেয়ে জোলাসের স্ত্রী সুমী আক্তার হাসপাতালে ছুটে আসেন। বাংলানিউজকে তিনি জানান, যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় তারা থাকেন। জোলাস রাজারবাগের প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল (নং-২৮০৩৮) হিসেবে কর্মরত ছিলেন। সকালে ইউনিফর্ম পড়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বাসায় ডিউটিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায়। জোলাসের বাবার নাম শামসু মিয়া। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জোলাসকে দেখতে যান তার সহকর্মীরাও।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িত একটি বাস শিকড় পরিবহনের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। অন্যটি পালিয়ে গেছে।  

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন‍ানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এজেডএস/এনএইচএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।