ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উপজেলার সীমানা বিরোধ

হাতিয়ার ৬ রাস্তার কয়েকশ গাছ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
হাতিয়ার ৬ রাস্তার কয়েকশ গাছ কর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও পাশের জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্যে সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হাতিয়ার ৬টি রাস্তার কয়েকশ গাছ ও রাস্তার মাটি কেটে ফেলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত উত্তর হাতিয়ার হরণী ইউনিয়নের ১নং ওয়ার্ডের তেগাছিয়া বাজার এলাকার ৬টি রাস্তার দুইপাশে থাকা এসব গাছ ও মাটি কেটে ফেলা হয়।



রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন ও তার বাহিনীর লোকজন এসব গাছ কেটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, হাতিয়া উপজেলার তেগাছিয়া বাজার এলাকার রাস্তাটিকে নিজের সীমানায় বলে দাবি রামগতির চরগাজী এলাকার মানুষের। এ নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আদালত ওই রাস্তাটি হাতিয়ার সীমানায় বলে রায় দেন। এরপর থেকে সীমান্তঘেষা দুই এলাকার মানুষের মধ্যে বিরোধ চলছে।

এছাড়া দীর্ঘদিন ধরে হাতিয়ার সীমানায় তেগাছিয়া বাজারে রামগতি থানার একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। এ নিয়ে হাতিয়া উপজেলা প্রশাসনের আপত্তির কারণে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশে সোমবার (০৮ ফেব্রুয়ারি) পুলিশ ফাঁড়িটি প্রত্যাহার করে নেওয়া হয়।

মঙ্গলবার ভোরে রামগতি উপজেলার চরগাজী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন ও ফরিদ ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র লোক তেগাছিয়া বাজারের আশপাশের ৬টি রাস্তার মাটি ও শত শত গাছ কেটে ফেলে।

এ সময় তারা চেয়ারম্যানঘাট-টাংকী বেড়ি সড়কের ৩০ ফুট, দিদার বাজার-টাংকী বাজার সড়কের ১৫ ফুট, মাইন উদ্দিন বাজার-টাংকী  বাজার পাকা সড়কের ১০ ফুট, মাইন উদ্দিন বাজার-ফরেস্ট সেন্টার বাজার সড়কের ১০ ফুট, টিনের মসজিদ-সোলাইমান বাজার সড়কের ১০ ফুট, সোলাইমান বাজার-ইসলামপুর পাকা সড়কের ১০ ফুট রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এছাড়া এসব রাস্তার পাশে থাকা সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন সব গাছ কেটে ফেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, ওই এলাকায় বর্তমানে হাতিয়া থানার পুলিশ টহলে রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়–য়া বাংলানিউজকে জানান, কেটে ফেলা গাছের সংখ্যা নিরূপণ করে প্রতিবেদন দিতে স্থানীয় বন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে ৬ ফেব্রুয়ারি হাতিয়া ও রামগতি উপজেলার সীমান্ত বিরোধের জের ধরে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদের কাজে বাঁধা এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়।

এছাড়া গত বছরের ১৭ অক্টোবর স্থানীয় সেন্টার বাজারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে হামলা চালায় রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের উত্তেজিত জনতা। পরে নিরাপত্তার অভাবে হাতিয়ার ওই এলাকার অন্তত ১০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।