ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাগর-রুনীর চতুর্থ মৃত্যুবার্ষিকী ১১ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সাগর-রুনীর চতুর্থ মৃত্যুবার্ষিকী ১১ ফেব্রুয়ারি

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সমাবেশ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে এদিন বেলা ১১টায় ডিআরইউ চত্বরে এ সমাবেশ কর্মসূচি পালন করবে সংগঠনের নেতারা।



মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ডিআরইউ’র কার্যনির্বাহী পরিষদের সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আলোচিত এ হত্যাকাণ্ডের চার বছর পেরিয়ে গেলেও জড়িত সন্দেহে কাউকে চিহ্নিত করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা।

তারা সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত গতিশীল করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।