ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় অপহরণ চেষ্টা

ভুয়া পুলিশ সদস্য কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ভুয়া পুলিশ সদস্য কারাগারে

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় অপহরণের চষ্টাকালে আটক ভুয়া পুলিশ সদস্য শাজাহান আলীকে (৩৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সকালে তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়।



মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আটক শাজাহান আলী নাটোর জেলার লালপুর উপজেলার বদ আমহাটী গ্রামের শামসুল হক ভুইয়ার ছেলে।

রাজশাহীরর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গতকাল সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাতে শাজাহান আলী নামের ওই ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সোমবার গভীর রাতে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের হাজী রহমানের ছেলে হারুন-অর-রশিদ মোল্লাপাড়া হাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় অপর একটি মোটরসাইকেলে করে তিন জন ব্যক্তি হারুনের পথ রোধ করে তারা ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা হারুনকে থানায় মামলা আছে বলে আটক করে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়।

শাজাহান আলী হারুনকে মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে মোটরসাইকেটি চালিয়ে ও অপর একজন মোটরসাইকেলে পিছনে বসে মোল্লাপাড়া হাটের দিয়ে যেতে থাকে। অপর আরেক জন অপর মোটরসাইকেল চালিয়ে যায়।

এসময় তারা মোল্লাপাড়া হাটের কাছে আসা মাত্রই হারুন তাকে অপরহণ করে নিয়ে যাওয়া হচ্ছে বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে হাটের লোকজন চারদিক থেকে এসে মোটরসাইকেল চালক শাজাহানকে ধরে ফেলে এবং অপর দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে জনতা শাজাহানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে হারুন বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। পুলিশ শাজাহানের কাছ থেকে একটি হ্যান্ডকাপ ও মোবাইল সেট উদ্ধার করেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএস/ওএই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।