ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার মাইজদী-সোনাপুর সড়কের দত্ত বাড়ির মোড়ে প্রকাশ্যে অটোরিকশা থেকে নামিয়ে নুরুল আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।



নুরুল আমিন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের জয়নাল আবদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে সিএনজি চালিত অটোরিকশায় করে নুরুল আমিন বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে দত্তবাড়ির মোড়ে এলে কয়েকজন দুর্বৃত্ত প্রকাশ্যে তাকে অটোরিকশা থেকে নামিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে জানান তারা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।