ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় গ্রেফতার ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
রূপগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় গ্রেফতার ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রাজু আহাম্মেদ ও তার সহযোগীকে লাঠিপেটা করে আহত ও মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ( ০৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার পূর্বগ্রামসহ আশপাশের এলাকায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।



হুমকির শিকার আহত সাংবাদিক রাজু আহাম্মেদ প্রথমভোর পত্রিকায় রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর সহযোগী হিসেবে কাজ করেন কাজল চন্দ্র দাস।

এর আগে, সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়ে তারা হামলা ও হুমকির শিকার হন।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাঝিনা এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে আবু তাহের (৩৫) ও পাড়াগাঁও এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম শেখ (৩৪)।  

মামলা ও আহতদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহেদ আলীর বিরুদ্ধে প্রথমভোর পত্রিকায় ডেমড়া জিসি চনপাড়া-কামশাইর সড়ক নিয়ে সীমানহীন দুর্নীতি ও লুটপাটের অভিযোগের ভিত্তিতে পরপর কয়েকটি সংবাদ প্রকাশ করা হয়।

সোমবার বিকেলে সংবাদ সংগ্রহের কাজে পূর্বগ্রাম এলাকায় যায় রাজু আহাম্মেদ ও সহযোগী কাজল চন্দ্র দাস। এসময় জাহেদ আলীর নির্দেশক্রমে তার পালিত সন্ত্রাসী মুন্না, আওলাদ, নজরুল, আলমগীরসহ ২০/২৫ জন অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ওই সাংবাদিকের মোটরসাইকেল গতিরোধ করে। এক পর্যায়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাদের ধরে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ব্যাপক লাঠিপেটা করে গুরুতর আহত করে।

প্রতিবাদ করায় সন্ত্রাসীরা রাজু আহাম্মেদ ও সহযোগী কাজল চন্দ্র দাসকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় জাহেদ আলীকে প্রধান আসামি করে আহত সাংবাদিক রাজু আহাম্মেদ বাদী হয়ে একটি ও প্রথমভোর পত্রিকার প্রকাশক সম্পাদক মাসুদ রানা বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় মধ্যে রাতে র‌্যাব ১১ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য পূর্বগ্রামসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হুমকিদাতা ও হামলাকারীদের মধ্যে জাহেদ আলীর পালিত সন্ত্রাসী আবু তাহের ও আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। হামলার ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।