ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যে পুলিশ সেবামুখী নয়, তাকে ওসি করা হবে না

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
যে পুলিশ সেবামুখী নয়, তাকে ওসি করা হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: যেসব পুলিশ কর্মকর্তা সেবামুখী নয়, গণমুখী নয়, তাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইনস মাঠে কমিউনিটি পুলিশের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



আইজিপি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুর ডাকে পুলিশ-জনতা এক কাঁতারে দাঁড়িয়েছিল। আবার জনতার সঙ্গে পুলিশের সমন্বয় করার জন্য কমিউনিটি পুলিশিংয়ের প্রয়োজন দেখা দিয়েছে। স্বাধীন দেশে সেবামুখী পুলিশ বাহিনী গঠন করতে চাই। পুলিশ বাহিনীকে সেবামুখী করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে ওপেন হাউজ ডে চালু করা হয়েছে।

তিনি বলেন, আন্দোলনের নামে বাসে আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে মারার ঘটনায় পুলিশ বাহিনী জনগণকে সঙ্গে নিয়ে এ অরাজকতা মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সে সময় উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে।

যেকোনো নাশকতা প্রতিরোধে দল-মতের ঊর্ধ্বে থেকে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের সঙ্গে কমিউনিটি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রংপুর রেঞ্জের ডিআইজি হুযায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদায়ী বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।