ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
মেহেন্দীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকায় মোটরসাইকেলের চাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আব্দুল খালেকের বাড়ি ভাসানচরের রাগুয়া গ্রামে।

উপজেলার কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, সকালে ভাসানচর এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল পথচারী আব্দুল খালেককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় আব্দুল খালেককে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কাজীরহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।