ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোমতীর মাটি উত্তোলন, এক ব্যক্তির জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
গোমতীর মাটি উত্তোলন, এক ব্যক্তির জেল-জরিমানা ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার দায়ে সবুজ নামে এক ব্যক্তির জেল ও জরিমানা হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এ অপরাধে সবুজকে এক মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর জব্দ করা হয়।

কুমিল্লার দুর্গাপুর এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আটক সবুজ মিয়া কুমিল্লা আর্দশ সদরের দুর্গাপুর এলাকার বাসিন্দা।

সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুর রউফ তালুকদার বাংলানিউজকে জানান, বিকেলে গোমতী নদীতে মাটি কাটা অবস্থায় ওই তিনটি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময়  দুটি ট্রাক্টরের মালিক সবুজ মিয়াকে আটক করে তাকে এক মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।