ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে বাড়ির ছাদ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
মিরসরাইয়ে বাড়ির ছাদ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের মরগাং গ্রামে একতলা বাড়ির ছাদ থেকে পড়ে আহত মো. রওনক হাসান (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



নিহত রওনক ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় মো. শহীদ জানান, সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খেলতে খেলতে নিজেদের বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রওনক। এ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।