ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামের নতুন নামকরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামের নতুন নামকরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামের সংস্কার ও আধুনিকায়ন শেষে নাম পরিবর্তন করে শহীদ এএইচএম কামারুজ্জামান অডিটোরিয়াম নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করেন।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমার পিতা শহীদ এএইচ কামারুজ্জামান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। রাজশাহী তথা দেশের জন্য কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, আমি মানুষের কল্যাণে রাজশাহীর উন্নয়নে কাজ করছি। রাজশাহীতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করেছি। যাতে করে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়। দায়িত্ব থাকাকালে রাজশাহীর উন্নয়নে ব্যাপক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন শুরু করি যার অনেকগুলো সম্পন্ন হয়েছে যা দৃশ্যমান। অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করতে সহযোগিতা করে চলেছি।

রাজশাহী সিটি কর্পোরেশনের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মজিবর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সৈয়দা জেবিন নিছা সুলতানা প্রমুখ।

অডিটোরিয়ামটি আধুনিকায়নে ব্যয় হয়েছে ৪ কেটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে অবকাঠামো উন্নয়নে ৩ কোটি ২৩ লাখ, আধুনিক সিট স্থাপনে ৫৩ লাখ ও আধুনিক বৈদ্যুতিক ও সাউন্ডসিস্টেমে  ৯৩ লাখ টাকা ব্যয় হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।