যশোর: যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকায় অভিযান চালিয়ে ১১৮টি কচ্ছপ ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এসময় জাহাঙ্গীর হোসেন (২২) নামে এক চোরা কারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান চালানো হয়।
আটক জাহাঙ্গীর জেলার শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাঠি উত্তরপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে ১১৮টি কচ্ছপ ও ৩০০ বোতল ফেনসিডিলসহ চোরা কারবারী জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং কচ্ছপ ও ফেনসিডিলবাহী রিকশা ভ্যান জব্দ করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের ও যশোর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে কচ্ছপগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই/