ঢাকা: নতুন নিয়োগ দেওয়া ১৮ জেলা প্রশাসককে (ডিসি) তিন বছরের খসড়া কর্মপরিকল্পনায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’, ‘ডিজিটাল বাংলাদেশ’ এবং ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’সহ ৮টি বিষয় ব্র্যান্ডিং করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার (০৮ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত নতুন নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
আগের নির্দেশনা অনুযায়ী গভন্যান্স অ্যান্ড ইনোভেশন প্রশিক্ষণ নেওয়া মাঠ প্রশাসনের এসব কর্মকর্তারা নিজেদের তিন বছরের খসড়া পরিকল্পনা তৈরি করে তা জমা দেয় মন্ত্রিপরিষদ বিভাগে।
ওই কর্মপরিকল্পনায় এ ৮ বিষয়কে অন্তর্ভুক্ত করে ব্র্যান্ডিং করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা অনুযায়ী বার্ষিক ইনোভেশন কর্মপরিকল্পনায় একটি বাড়ি একটি খামার, ডিজটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুত এবং কমিউনিটি ক্লিনিক ও মানসিমক স্বাস্থ্য ব্র্যান্ডিং করার জন্য অন্তর্ভুক্ত করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, চলমান বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে কর্মসম্পাদন সূচকের সঙ্গে সঙ্গতি রেখে কর্মপরিকল্পনা করতে হবে। সরকারের সমকালীন উদ্যোগ, সংশ্লিষ্ট জেলার বিশেষ বৈশিষ্টকেও অন্তর্ভুক্ত করতে হবে।
এসডিজি, রূপকল্প-২০২১ এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা করতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে জেলার স্থায়ী অধিবাসী এবং ওই জেলায় কর্মরত ছিলেন এমন সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। আর তাদের নামের তালিকা করে জমা দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগে।
গত ১২ জানুয়ারি ১৩জন নতুন জেলা প্রশাসকসহ ১৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করে সরকার। এসব জেলাগুলোর মধ্যে রয়েছে- ঢাকা, রাজশাহী, খুলনা, ঝালকাঠি, পটুয়াখালী, শরীয়তপুর, বরগুনা, ফেনী, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, পঞ্চগড়, পাবনা, ভোলা, বান্দরবান, রাজবাড়ী এবং নাটোর।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএমএ/এসএইচ