বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় রিমন মিয়া (২৮) নামে এক গরু চোরকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত রিমন মিয়া উপজেলার চিল্লিপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবর রহমানের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
সোনাতলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার গাবতলী উপজেলার খুপিচকপাড়ার মুনছুর তরফদারের বাড়ি থেকে ভোর রাতে রিমন মিয়া একটি গরু চুরি করে।
পথিমধ্যে সোনাতলা উপজেলার চিল্লিপাড়া এলাকায় পৌঁছালে গরুসহ স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে উক্ত মেয়াদে সাজা দেয়।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমবিএইচ/এমজেএফ