ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুভাষ দত্তের ৮৬তম জন্মদিন উপলক্ষে স্মারক গ্রন্থ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সুভাষ দত্তের ৮৬তম জন্মদিন উপলক্ষে স্মারক গ্রন্থ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কীর্তিমান চলচ্চিত্রকার সুভাষ দত্তের ৮৬তম জন্মদিন উপলক্ষে ‘সুতরাং তিনি অরুণোদয়ের অগ্নিসাক্ষী হয়েই রইলেন’ শিরোনামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এ মোড়ক উন্মোচন করা হয়।



এসময় ‘সুভাষ দত্ত-অনুশীলন’ শীর্ষক চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, সাবেক সচিব ও প্রাবন্ধিক ড. মোহাম্মদ আবদুল মজিদ, অভিনেত্রী কবরী সারোয়ার ও ঝর্না দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সুভাষ দত্তের নাতনি আর্জিতা দত্ত।

সুভাষ দত্ত স্মৃতি পরিষদ, সুভাষ দত্তের পরিবার ও ভারমিলিয়ন ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুপম হায়াৎ তার আলোচনায় বলেন, দাদার (সুভাষ দত্ত) দেশপ্রেম ছিল ঈর্ষা করার মতো। তার ভাষাজ্ঞান ছিলো অত্যন্ত প্রবল। শুদ্ধ উচ্চারণও তার কাছে বিশেষ গুরুত্ব পেতো।

আলোচকরা বলেন, ১৯৯০ সালে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজকদের অফিস কক্ষে ‘অনুশীলন’ নামে অভিনয়ের প্রাথমিক ক্লাস শুরু হয়। শিক্ষার্থীরা অভিনয়ের পাশাপাশি বিএফডিসিতে শুটিং ও ডাবিং দেখার সুযোগ পেতেন। চলচ্চিত্রের কারিগরি দিকগুলো জানতে পারতেন। সুভাষ দত্তের পাশাপাশি তখন সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা, পরিচালক সালাউদ্দিন জাকি, বাদল রহমানরা ক্লাস নিতেন। পরে অবশ্য বিভিন্ন সমস্যার কারণে সেটি বন্ধ হয়ে যায়। ১৯৯৮ সালে ঢাকার স্বামীবাগে সুভাষ দত্ত আবারও ক্লাস নেওয়া শুরু করেন। তিনি যতোদিন বেঁচে ছিলেন ততোদিন এর কার্যক্রম চলেছে।

এবারের অনুশীলনে শিক্ষার্থীরা চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের শৈল্পিক ও কারিগরি বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা লাভ করবেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুভাষ দত্ত অভিনীত ও পরিচালিত চলচ্চিত্রের গান পরিবেশন করে গানের দল ‘মনমৃত্তিকা’।

১৯৩০ সালের ০৯ ফেব্রুয়ারি দিনাজপুরের মুনশিপাড়ায় জন্ম নেওয়া এ মহান চলচ্চিত্রকার ২০১২ সালের ১৬ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।