ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ইয়ার হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়ার হোসেনের বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগরে।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহাম্মেদ জানান, অবৈধ মোটরসাইকেল জব্দ করতে সন্ধ্যায় পুলিশ সদস্যরা থানার সামনে চেকপোস্ট বসান। এসময় তারা আলমনগর এলাকার তৌহিদ নামে এক যুবককে কাগজপত্রবিহীন মোটর সাইকেলসহ থানায় নিয়ে যান। পরে তৌহিদ গাড়ির কাগজপত্র রয়েছে দাবি করে এসব আনতে বাড়িতে রওয়ানা হন। এরমধ্যে তৌহিদের সহযোগী একই এলাকার বাসিন্দা ইয়ার হোসেন সুকৌশলে গাড়িটি চালিয়ে চম্পট দেন।
ওসি জানান, অবশেষে শেষ রক্ষা হয়নি তার। থানায় স্থাপন করা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ইয়ার হোসেনকে আটক করে পুলিশ। কিন্তু তার কাছ থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএস