ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে পেটে ৯ বার সোনাসহ তরুণ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
শাহজালালে পেটে ৯ বার সোনাসহ তরুণ আটক ফাইল ফটো

ঢাকা: মালয়েশিয়া থেকে পেটে সোনার ৯টি বার নিয়ে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন রোমান তালুকদার নামে এক তরুণ।
 
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩৫ বছরের এ তরুণ কুয়ালালামপুর থেকে শাহজালালে নামেন।

তার ফ্লাইট নম্বর-বিজি ০১৮৭।
 
বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক মঈনুল খান।
 
তিনি জানান, আটক রোমান কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা। সন্ধ্যা ৬টায় তিনি বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে তার বিষয়ে তথ্য থাকায় কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কিছুতেই স্বীকার না করায় তাকে উত্তরায় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
 
‍এক্স-রে করে সোনার বারের অস্তিত্ব পাওয়া গেলে রোমান স্বীকার করেন যে, তিনি পায়ুপথে ৯টি সোনার বার পেটে ঢুকিয়ে বহন করছেন।
 
প্রতিবেদন লেখা পর্যন্ত বারগুলো বের করা হয়নি। পেট কেটে এগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান মঈনুল।
 
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এনএ/এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।