ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবস উপলক্ষে বাংলামার্টে ভালোবাসার লাঞ্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ভালোবাসা দিবস উপলক্ষে বাংলামার্টে ভালোবাসার লাঞ্চ

ঢাকা: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ২য় বারের মতো দেশে ভ্যালেন্টাইনস অফার 'ভালোবাসার লাঞ্চ'র আয়োজন করছে ই-কমার্স সাইট বাংলামার্টটোয়েন্টিফোর.কম।
 
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুনুর রশীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


 
এজন্য গত ০৪ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি। এটি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অফারটি পেতে হলে এ সময়ের মধ্যে বাংলামার্ট থেকে ৫শ টাকার কেনাকাটা করতে হবে। এক্ষেত্রে ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে গুলশানের বাটন রাফ রেস্টুরেন্টে লাঞ্চ করার সুযোগ পাবেন।
 
ভালোবাসার লাঞ্চ’র জন্য মোট ১০ জন সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে লটারির মাধ্যমে পাঁচজন ক্রেতাকে বিজয়ী করা হবে। যারা তাদের সঙ্গীকে নিয়ে লাঞ্চ করবেন। বিস্তারিত banglamart24.com ঠিকানায় ব্রাউজ করে জানা যাবে।
 
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ইইউডি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।