ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বরিশালে ইয়াবাসহ ৩ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।  
 
এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।


 
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ১৯নং ওয়ার্ডের গাজী মিলনায়তনের সামনে থেকে তাদের আটক করা হয়।  
 
আটক যুবকরা হলেন- কাউনিয়া বিসিক রোড এলাকার অ্যাডভোকেট জাকির হোসেনের ছেলে মাহামুদুর রহমান ওরফে রেজা (২২), কাউনিয়া প্রথম লেনের বাসিন্দা আবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫) ও কাশিপুর ফিশারি রোড এলাকার বাসিন্দা চট্টগ্রামের রাউজানের কামাল চৌধুরীর ছেলে রাজু চৌধুরী (২৭)।
 
মহানগর গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আবু সাঈদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সদস্যরা বিকেলে ১৯নং ওয়ার্ডের গাজী মিলনায়তনের সামনে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
 
আটক যুবকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।