ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠা-নামায় ব্যাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠা-নামায় ব্যাঘাত ফাইল ফটো

ঢাকা: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামায় ব্যাঘাত ঘটছে বলে জানা গেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটেলিয়ন) কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।



সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে সকাল থেকে এমিরেটস ও টার্কিশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি।

এছাড়া ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠা-নামা করেনি বলেও সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ইউএম/আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।