ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই বাসায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সিলেটে দুই বাসায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

সিলেট: সিলেটে এক স্পেন প্রবাসীর বাসাসহ একই ভবনের দু’টি বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা এ সময় ইউরো, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।



বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে সিলেট মহানগরীর খাদিমপাড়ার সৈয়দপুর এলাকায় সাহেদ আহমদ ও জাহেদ আহমদের বাসায় ডাকাতির এ ঘটনা ঘটে।

আক্রান্ত পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ২০/২৫ জনের ডাকাতদল বাসার কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ভবনের নিচ তলায় সাহেদ আহমদের বাসায় ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, ৩ লাখ টাকা মূল্যমানের ৩ হাজার ইউরো ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

এরপর ডাকাতরা ওই বাসার নিচতলার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসার দোতলার দরজা খুলিয়ে ওই বাসাতেও ডাকাতি করে। দোতলার বাসিন্দা জাহেদ আহমদ বাংলানিউজকে বলেন. ডাকাতরা তার বাসায় রক্ষিত ১৫ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

এদিকে, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাসার বাসিন্দাদের আর্তচিৎকারে স্থানীয়রা ডাকাতদের ঘেরাও করে এক ডাকাতকে আটক করতে সক্ষম হন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, লুট হওয়া মালামাল ও ডাকাতদের ধরতে চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।