ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
কবিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট-বসুরহাট সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউছুফ (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাটাইয়া ইউনিয়নের চৌধুরী ড্রাইভারের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনায় আরো ৫জন যাত্রী আহত হয়েছেন।



নিহত ইউছুফ বাটাইয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড চন্দ্রশুদ্ধি গ্রামের মুজিব মেম্বর বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে। তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে চন্দ্রশুদ্ধি গ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ভূঁইয়ার হাটের দিকে আসছিল ইউছুফসহ কয়েকজন।

পথে অটোরিকশাটি কবিরহাট-বসুরহাট সড়কের চৌধুরী ড্রাইভারের বাড়ির সামনে পৌঁছালে ভূঁইয়ার হাট থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউছুফসহ মোটরসাইকেল ও সিএনজি অটোরিকসার অন্তত ৬ যাত্রী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইউছুফের মৃত্যু হয়। অপর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।