ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ব্যবসায়ী হত্যা

রংপুর-ঢাকা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
রংপুর-ঢাকা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: টানা একঘণ্টা অবরোধের পর ঢাকা-রংপুর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী তরুণ দত্তকে (৪৫) নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে উপজেলা বণিক কমিতির নেতাকর্মী ও বিক্ষুব্ধ এলাকাবাসী।



বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।  

স্থানীয়রা জানান, উপজেলা বণিক সমিতির উদ্যোগে পূজা উদযাপন পরিষদ ও বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় উপজেলা পরিষদ থেকে হাইস্কুল মার্কেট পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ব্যবসায়ী তরুণ দত্তের হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক এমপি লুৎফর রহমান চৌধরী, উপজেলা বনিক সমিতির সভাপতি নাজমুল হক টুকু, সাধারণ সম্পাদক জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লতিফ প্রধান প্রমুখ।

পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বর্ধণকুঠি এলাকায় একটি ডোবার পাশ থেকে ব্যবসায়ী তরুণ  দত্তের মস্তকবিহীন মৃতদেহ ও মাথা উদ্ধার করে পুলিশ।  

এর প্রতিবাদে ওই দিন শহরের সব দোকানপাট বন্ধ রেখে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধর্মঘট পালন করে উপজেলা বণিক সমিতি। কর্মসূচি শেষে আজকের কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।

নিহত তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারের মৃত হীরেন্দ্র নাথ দত্তের ছেলে। তিনি বাড়ির সামনে দোকানে শিলপাটা ও ড্রাম-হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করতেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।