ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
শাহজালালে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকলেও বেলা ১১টার পর তা স্বাভাবিক হয়।



বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটেলিয়ন) এএসপি মুর্শিদ জাহান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, দিল্লিগামী জেট এয়ারওয়েজ ১০টা ৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১১টা ৪০ মিনিটে ছেড়েছে।

দিল্লিগামী ইতিহাদ এয়ারওয়েজের সকাল ১০টার ফ্লাইট ছেড়েছে ১১টা ৪০ মিনিটে, দোহাগামী কাতার এয়ারওয়েজের ১০টা ৪০ মিনিটের ফ্লাইট ছাড়ে ১১টায়।

ব্রিটিশ এয়ারওয়েজ ১০টা ৪০ মিনিটের ফ্লাইট সাড়ে ১১টায়, টার্কিশ এয়ারওয়েজ ৭টার ফ্লাইট ১০টা ৮ মিনিটে, এমিরেটস এয়ারওয়েজের ৯টা ৫৫ মিনিটের ফ্লাইট ছাড়বে দুপুর ১টা ২৫ মিনিটে।

সূত্র আরও জানায়, দুবাই থেকে এমিরেটস এয়ার ৮টায় অবতরণের কথা থাকলেও ৯টা ৫০ মিনিটে অবতরণ করেছে।

এছাড়া দুবাইয়ের সাড়ে আটটার ফ্লাইট সাড়ে ১০টায়, ৯টা ৫০ মিনিটের এয়ার এরাবিয়ান ১০টা ৬ মিনিটে, ৯টা ৫ মিনিটে কলকাতার জেট এয়ারওয়েজ ১১টা ৫ মিনিটে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ইউএম/এসজেএ/আরইউ/এমজেএফ

** ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠা-নামায় ব্যাঘাত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।