ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে ৬০ মণ জাটকা জব্দ, ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মুলাদীতে ৬০ মণ জাটকা জব্দ, ৩ জনের কারাদণ্ড ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের মুলাদীতে ৬০ মণ জাটকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে আটক হওয়া ৩জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।



বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হিজলা উপজেলার আলীগঞ্জের বাসিন্দা শাহীন, সোহাগ ও আইয়ুব আলী বাঘা।

এরআগে বুধবার ভোররাতে মুলাদী সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে উপজেলা মৎস বিভাগ ও মুলাদী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৬০ মণ জাটকা জব্দ করেন। এসময় ট্রলারে থাকা ওই তিনজনকে আটক করা হয়।

মুলাদী উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, সকালে জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানাসহ দুঃস্থ ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।