ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
গাজীপুরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের পূবাইল সমরসিং এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর।



বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে পূবাইলের সমরসিং এলাকায় গাজীপুর-সিলেট মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জয়বেপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. ফাইজুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
 
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে পুলিশের ধারণা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।