ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় স্কেলের দাবি ইবতেদায়ী শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
জাতীয় স্কেলের দাবি ইবতেদায়ী শিক্ষকদের ছবি: রানা / বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবি জানানো হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।



এ সময় বক্তারা বলেন, বিগত সময়ে অনেক প্রতিশ্রুতি ও মন্ত্রণালয়ের অনেক সিদ্ধান্ত থাকলেও আজ পর্যন্ত জাতীয় স্কেলে বেতনের দাবি বাস্তবায়ন হয়নি।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আজ হতাশ। মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদানে প্রধানমন্ত্রী ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।

সমাবেশে বক্তব্য রাখেন সমিতির মহাসচিব মোখলেছুর রহমান, প্রধান উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম হিরন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
টিএইচ/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।