ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬, আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬, আটক ১০

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।



মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) গভীররাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সম্প্রতি শহরের মিয়াপাড়ায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এনিয়ে সালিশ বৈঠক করে সংঘর্ষে জড়িতদের জরিমানা ধরা হয়। এ জরিমানার টাকা আদায় করা নিয়ে এলাকার রনি গ্রুপ ও মনি গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে মঙ্গলবার গভীররাতে মিয়ারাপড়ায় দুই গ্রুপের লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলি চালানো হয়। এতে কাজী রনি নামে এক যুবক গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে রনিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
অপরদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে শহরের মান্দারতলায় কালাম শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেন তার বড় ভাই কামাল শেখ। গুরুতর অবস্থায় কালামকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্ভি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।