ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে অস্ত্রসহ ৯ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
কালাইয়ে অস্ত্রসহ ৯ ডাকাত আটক

জয়পুরহাট: ডাকাতির প্রস্তুতিকালে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাজার এলাকা থেকে অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-কালাই উপজেলার মহিরুম গ্রামের আফতাব হোসেন ইমন (৩৬), দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠপাড়ার খাইরুল ইসলাম (৪৫), বিরামপুর উপজেলার জোলাগাড়ী গ্রামের সোহেল মণ্ডল (২৭), একই উপজেলার বামনাহার গ্রামের হামিদুল ইসলাম (৩৩), একই গ্রামের সাইফুল ইসলাম (৩০), শাল বাগান গ্রামের নজরুল ইসলাম (২৭), পূর্ব জগন্নাথপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫০), একই গ্রামের ইমরান হোসেন (৩২) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেখটা গ্রামের মোস্তাক আহম্মেদ (৩৬)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে মোলামগাড়ী বাজারের খালেদুল মাসুদের চাতালের কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই ৯ ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাইপগান, ৩টি রামদা, সাটার কাটার, ড্রাগার, চাইনিজ কুড়াল, লক ব্রেকার, সাবল ছাড়াও ডাকাতি করে পালানোর জন্য আনা ট্রাক জব্দ করা হয়।

এ ব্যাপারে মামলা দায়ের করে অস্ত্র ও ট্রাকসহ আটক সবাইকে কালাই থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।