ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গুইমারায় ২ বাসের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
গুইমারায় ২ বাসের সংঘর্ষে নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্লাছড়ি এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৭ জন।



বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাস ড্রাইভার সিরাজুল ইসলাম (২৮) ও হেলপার কবির হোসেন (২৬)।

আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে ১টায় ফেনী থেকে আসা যাত্রীবাহী একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি বাসের অন্তত ১৯ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ফেনীর বাসের চালক ও হেলপারসহ ১১ জন আহত হয়। তাদের খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসকরা চালক ও হেলপারকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ির সিভিল সার্জন নিশিত নন্দি মজুমদার বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে আহত আরো ৮ জনকে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তির পর দু’জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, প্রাথমিকভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএ

**  গুইমারায় ২ বাসের সংঘর্ষে আহত ৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।