ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হঠাৎ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
হঠাৎ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

ঢাকা: হঠাৎ রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩৫ মিনিটে নির্বাচন কমিশন(ইসি) সচিবালয় ত্যাগ করে বঙ্গভবনের দিকে রওনা হন তিনি।



তার সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী এবং ইসি’র সচিব সিরাজুল ইসলাম।

ইসি’র জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, দুপুর সাড়ে তিনটায় সাক্ষাতের জন্য সিইসিকে সময় দিয়েছে বঙ্গভবন।

যাওয়ার সময় সিইসি সাংবাদিকদের বলেন, আমরা প্রতি বছরই যাই। আজ হঠাৎ করেই যাচ্ছি।

তবে সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য সাক্ষাত করছেন সিইসি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।