ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মান্দায় নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলা থেকে মমতাজ (৫৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফতেপুর গ্রামের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



মমতাজের বাড়ি উপজেলার মহাম্মদপুর গ্রামে। তিনি স্থানীয় ফতেপুর সমবায় সমিতির কয়েকটি পুকুর দেখাশোনা করতেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, সকালে উপজেলার ফতেপুর গ্রামের একটি পুকুরে মমতাজের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।