বরিশাল: বরিশাল নগরীর সদর রোডে রাসেল (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হোটেল আলী ইন্টারন্যাশনালের বিপরীতে মেসার্স সানী এন্টারপ্রাইজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
রাসেল নগরীর ভাটিখানা সোনালী আইসক্রিম মোড়ের বাসিন্দা কবিরের ছেলে এবং একে স্কুলের (আসমত আলী খান) ১০ম শ্রেণির ছাত্র।
পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
হাসপাতালে আহত রাসেলের চিকিৎসার খোঁজ খবর নিয়ে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) খোকন বাংলানিউজকে জানান, ছেলেটি একে স্কুল থেকে আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
কে বা কারা তার উপর হামলা চালিয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে রাসেল একটু সুস্থ হলে বিষয়টি পুরোপুরি জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএ