নীলফামারী: নীলফামারীতে ২৫০জন প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করেছে জাতীয় সমাজকল্যাণ পরিষদ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ডিপিওডি সেন্টারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজে এম এরশাদ আহসান হাবিব প্রধান অতিথি থেকে প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু ও ডিপিওডি সেন্টারের পরিচালক শাহ মোহাম্মদ নুরুন্নবী।
এসময় সদর উপজেলার টুপামারী, ইটাখোলা ইউনিয়নের ২৫০জন প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/এটি