ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুশীল কৈরালাকে শেষশ্রদ্ধা জানাতে নেপালে পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সুশীল কৈরালাকে শেষশ্রদ্ধা জানাতে নেপালে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী

ঢাকা: নেপালের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত সুশীল কৈরালাকে শেষশ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত সফরে কাঠমান্ডু গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী  এএইচ মাহমুদ আলী।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে হিমালয়ের দেশটিতে যান তিনি।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, কৈরালাকে শেষশ্রদ্ধা নিবেদনের পর বুধবারই পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে কাঠমান্ডুর শহরতলীর মহারাজগঞ্জে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুশীল কৈরালা।

দীর্ঘদিন ধরে ব্রংকাইটিসসহ ক্যান্সারে ভুগছিলেন তিনি। গত সপ্তাহে তার নিউমোনিয়াও ধরা পড়ে।

সুশীল কৈরালা নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন অকৃতদার ও সাদাসিধে জীবনযাপনের এই রাজনীতিবিদ। তার প্রধানমন্ত্রিত্বকালে নেপালের দীর্ঘ প্রতীক্ষীত সংবিধান প্রণয়নের কাজ শেষ হয় এবং গৃহযুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ফিরে আসে।

বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত সুশীল কৈরালা ১৯৭১ সালে রয়্যাল নেপালের একটি উড়োজাহাজ ছিনতাই করে পাটনা গিয়েছিলেন। তৎকালীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য নিজের দলের হয়ে অস্ত্র চালান নিয়ে আসেন তিনি। বিভিন্ন সময় তিনি সেই ইতিহাস বলেছেন।   সে সময় তার দলে বিভক্তি থাকলেও বাংলাদেশের প্রয়োজনকে অনুধাবন করেছিলেন তারা।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সুশীল কৈরালার মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।