নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর ব্যবসায়ী খবর আলীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খবর আলী উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভীরহাট গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে। দ্বিতীয় স্ত্রী ও তিন সন্তান নিয়ে খবর আলী মহিলা কলেজের পেছনে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার বাংলানিউজকে জানান, ৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন খবর আলী। অনেক জায়গায় খোঁজ করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। (যার নম্বর ৭৭৬)। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামের ভেতর থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাই।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নিহতের ঘটনায় পরিবারের পক্ষ্য থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএ/