ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২য় শ্রেণির দাবি

নলছিটিতে ইউএনও বরাবর ডিপ্লোমা কৃষিবিদদের স্মারকলিপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
নলছিটিতে ইউএনও বরাবর ডিপ্লোমা কৃষিবিদদের স্মারকলিপি

ঢাকা: দ্বিতীয় শ্রেণির (বর্তমান দশম গ্রেড) পদমর্যাদার দাবিতে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, নলছিটি উপজেলা শাখা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নলছিটির ইউএনও শাহ মো. কামরুল হুদার হাতে এ স্মারকলিপি তুলে দেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, নলছিটি উপজেলা শাখার সভাপতি মো. মোহসীন হাওলাদার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।



এ সময় নলছিটি উপজেলার ৩০ জন ডিপ্লোমা কৃষিবিদ উপস্থিত ছিলেন।

ডিপ্লোমা কৃষিবিদরা গত ৩ ফেব্রুয়ারি থেকে এই দাবিতে আন্দোলন করে আসছেন জানিয়ে মো. মোহসীন হাওলাদার বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের অক্টোবরে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ তিন বছরেও প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হয়নি। তাই আমরা আন্দোলনে নেমেছি।

আগামী ১৪ ফেব্রুয়ারি দেশের সব জেলায় এই দাবিতে আমরা মানববন্ধন করবো, বলেন তিনি।

বাংলাদেশে সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএম/

** বাকেরগঞ্জে ইউএনও বরাবর ডিপ্লোমা কৃষিবিদদের স্মারকলিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।