ঢাকা: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-পণ্য তৈরি, পণ্যের মোড়কে খুচনা মূল্য লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে ২৪ প্রতিষ্ঠানের মালিককে প্রায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে রাজধানীসহ দেশের একাধিক জেলাতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র বাংলানিউজকে এসব তত্থ্য নিশ্চিত করে। সূত্র জানায়, বাজার তদারকির অংশ হিসেবে ঢাকাসহ সাত জেলাতে অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
সূত্র জানায়, ঢাকা মহানগরীর রমনা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-পণ্য তৈরির অপরাধে আমাদের রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মাম ট্রেড সার্ভিসেস ও মেট্রো ডিপার্টমেন্টাল স্টোরকে যথাক্রমে ১৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এছাড়া নওগাঁর রাণীনগর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার, ময়মনসিংহ সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার, ফেনী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে আট হাজার, রাজবাড়ী সদর উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ছয় হাজার এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় তিন প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
একে/এমজেএফ