গাইবান্ধা: গাইবান্ধায় গ্রেফতারকৃত ৩০ জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে আব্দুর রাজ্জাক (৪২) নামে জামায়াতের এক কর্মী রয়েছেন। তিনি সুন্দরগঞ্জ উপজেলার হুড়াধারা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। গ্রেফতারকৃত বাকি আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/আরএ