ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

গাজীপুর: গাজীপুরে মাকে কুপিয়ে হত্যার দায়ে মো. সানাউল্লাহ (৪০) নামে এক ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।



বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. সানাউল্লাহ গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের মোল্লাপাড়া এলাকার হেকিম মোল্লার ছেলে।

গাজীপুর আদালতে কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২০০৫ সালের ৭ মে বিকেলে সানাউল্লাহ তার বোন ফাতেমা বেগমের (৩৫) কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি করায় সানাউল্লাহ দা দিয়ে তার বোনকে আঘাত করে।

এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে মা দেলোয়ারা বেগমকেও কুপায় সানাউল্লাহ। এতে দেলোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান।

পরে এ ব্যাপারে সানা উল্লাহর বাবা মো. হেকিম মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা করেন।

পরে কাপাসিয়া থানার এসআই বিনয় কৃষ্ণ তদন্ত শেষে সানাউল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের দণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।